ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জন হাসপাতালে ভর্তি

SHARE

দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো প্রাণহানি ঘটেনি। ফলে চলতি বছরে এডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা ৮ জনেই স্থির আছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে আরও ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩ জন ঢাকায় এবং ৪ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৬১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫৭২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর চলতি বছর এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮ জন মারা গেছেন।