মাঠে ঝগড়া বাধিয়ে জরিমানা গুনতে হলো শেন ওয়াটসন ও ওয়াহাব রিয়াজকে। পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজের ম্যাচ ফি’র ৫০ শতাংশ ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান শেন ওয়াটসনের ১৫ শতাংশ অর্থ কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ঘটনা চলতি বিশ্বকাপে শুক্রবারের তৃতীয় কোয়ার্টার ফাইানালে। অস্ট্রেলিয়ার ইনিংসে ৩৩ ওভারের সময় ব্যট করছিলেন শেন ওয়াটসন। বল করছিলেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। এ সময় ওয়াটসনের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন ওয়াটসন। ওয়াহাব তার প্রতি বাজে ভাষা ছুড়ে দেন বলে অভিযোগে বলা হয়েছে। দুই খেলোয়াড়ই তাদের জরিমানা মেনে নিয়েছেন। এ সম্পর্কে আইসিসির ম্যাচ রেফারি রঞ্জণ মাদুগালে বলেন, ‘সেদিন তারা দু’জন ঝগড়ায় জড়িয়ে পড়ে। আম্পায়ার তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু এক পর্যায়ে তারা দু’জনই সীমা ছাড়িয়ে যায়।’ ম্যাচটি অস্ট্রেলিয়া ৬ উইকেটে জেতে। ওয়াটসন ৬৪ রানে অপরাজিত থাকেন। আর ওয়াহাব রিয়ার ৯ ওভারে ৫৪ রানে ২ উইকেট নেন।