নাইজেরিয়ার শহরে ৭০ লাশ উদ্ধার

SHARE

naijeriya21নাইজেরিয়ার দামাসাক শহরের বাইরে ৭০টি লাশ পাওয়া গেছে। জঙ্গি সংগঠন বোকো হারামের কাছ থেকে ওই শহরটি পুনরুদ্ধকার করার পর লাশগুলো পাওয়া যায়। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদেনে এই তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লাশগুলো দেখে মনে হচ্ছে এদের কয়েক দিন আগে হত্যা করা হয়েছে

কয়েক মাস নিয়ন্ত্রণে থাকার পর নাইজার ও চাঁদের সেনাবাহিনী দামাসাক শহরটি শনিবার বোকো হারামের কাছ থেকে পুনরুদ্ধার করে।

এর আগে নাইজেরিয়ায় প্রেসিডেন্ট গুডলাক জোনাথন তার ভবিষ্যৎ বাণীতে বলেছিলেন, একমাসের মধ্যে বোকো হারাম তাদের সব অঞ্চল হারাবে।

শুক্রবার বিবিসিকে তিনি বলেছেন, তারা (বোকো হারাম) দুর্বল হয়ে পড়ছে।

বোর্নো স্টেটের বাণিজ্যিক শহর দামাসাক নাইজারের সীমান্তের কাছে ও মাইদুগুরির প্রধান শহর থেকে ২০০ কিলোমিটার দূরে।