গাজায় ইসরায়েলের বিমান হামলা

SHARE

জেনিনে শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ৯ ফিলিস্তিনিকে হত্যার একদিন পরে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। একে গত কয়েক বছরের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বাহিনীর সবচেয়ে ভয়াবহ হামলা বলে ধারণা করা হচ্ছে।
গাজার স্থানীয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলি শুক্রবার ভোরে অন্তত ১৩টি হামলা চালিয়ে ভূখণ্ডের কেন্দ্রস্থলে আল-মাগাজি শরণার্থী শিবিরে আঘাত করেছিল। গাজা শহরের দক্ষিণে আল-জাইতুন আশেপাশের এলাকা এবং উত্তর গাজার বেইত হানুনের পূর্বে একটি খোলা এলাকায়ও হামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সংবাদমাধ্যশ জানিয়েছে, যুদ্ধবিমানগুলি হামলার আগে ইসরায়েলি ড্রোন গাজায় লক্ষ্যবস্তুতে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্যরাতে ইসরায়েলের দিকে দুটি রকেট হামলা হয়েছিল। এরপরই বিমান হামলা চালানো হয়।