সুষ্ঠু পরিবেশ থাকলে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে

SHARE

amaz21সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি বিরাজ করে তাহলে বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে যেতে পারে। তবে নির্বাচনের যাওয়ার বিষয়ে সিদ্বান্ত হবে দলীয় ফোরাম ও ২০ দলীয় জোটের বৈঠকে।

শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। নির্বাচন বিষয়ে সব সময়ে ইতিবাচক। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে সুস্থ অবস্থায় ফেরত দিতে হবে।

এর আগে ৭টা ২৫ মিনিটে ড. এমাজ উদ্দিনের নেতৃত্বে পেশাজীবীদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধি দলে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ, প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, তাহমিনা আক্তার পপি, প্রফেসর মামুন হোসেন ও  সাংবাদিকদের সংগঠন ডিইউজে সভাপতি কবি আব্দুুল হাই শিকদার।