মোগলহাট বন্দর পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

SHARE

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ সোমবার সকাল ৮টায় তিনি ভারতের সঙ্গে সদর উপজেলার মোগলহাট স্থলবন্দরের সংযোগস্থল পরিদর্শন করেন।
মোগলহাট বন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, মোগলহাট বন্দর দিয়ে ভুটান-ভারত-বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মোচন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ইতিমধ্যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারতের সঙ্গে যোগাযোগ ও ব্যাবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য মোগলহাট-দিনহাটা বন্দর আবারও চালু করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক) টিএমএ মমিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা পুর্নেন্দু দেব, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী অফিসার আহসান হাবীব, মেয়র রেজাউল করিম স্বপন, মোগলহাট ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
১৯৮৮ সালের বন্যায় ধরলা নদীর ওপর রেলসেতুটি ক্ষতিগ্রস্ত হলে মোগলহাট স্থলবন্দর গুরুত্ব হারায়। পরে ১৯৯৫ সালে স্থলবন্দরটি বন্ধ হয়ে যায়।