উত্তর পশ্চিম চীনে এক বুনো পান্ডাকে ধরার চেষ্টায় স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা তাকে তাড়া করলে পান্ডাটা মিঃ গুয়ান কুয়ানঞ্জহির খামারে গিয়ে ঢোকে।
লানহ্জু ইভনিং নিউস পত্রিকার খবরে বলা হয়েছে কর্মকর্তারা আশংকা করছিলেন পান্ডাটি সুস্থ নয় এবং তাকে ধরা দরকার।
গত বছর মার্চ মাসে ওই্ এলাকার এক ব্যক্তি বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন যে কাদা মাখা বুনো একটি পান্ডাকে গানসু প্রদেশে লিজিবা গ্রামের কাছে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
কর্মকর্তারা তখন পান্ডাটিকে ধরতে স্থানীয় গ্রামবাসীদের সাহায্য চান।
খবরে বলা হয় পান্ডাকেএগিয়ে আসতে দেখে মিঃ গুয়ান থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েন এবং পান্ডা তার বাঁ পায়ে জোরালো কামড় বসায়।
দেখতে লোমশ আর আদুরে হলেও পান্ডার চোয়ালের পেশীগুলো খুবই শক্ত এবং তার লম্বা ধারালো দাঁতের কামড় খুবই কঠিন ও ভয়ঙ্কর।
”তার কামড়ের যন্ত্রণা ছিল অসহ্য- সঙ্গে সঙ্গে রক্তে আমার পা ভেসে যায়,” সংবাদপত্রকে বলেন মিঃ গুয়ান।
গোটা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জন্য মিঃ গুয়ান স্থানীয় বন ও বন্যপ্রাণী কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন।
তার পায়ে সাত ঘণ্টা ধরে অস্ত্রোপচার করতে হয় এবং চিকিৎসকরা বলেছেন তার আরো অস্ত্রোপচার প্রয়োজন।
মিঃ গুয়ান লানহ্জু ইভনিং নিউস পত্রিকাকে জানান ক্ষতিপূরণের অঙ্কে তিনি সন্তুষ্ট।- বিবিসি