রাজধানীতে ভুয়া পুলিশ গ্রেপ্তার

SHARE

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ পরিচয়ে চাঁদা দাবীর অভিযোগে সোহান শিকদার (২৪) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে র‌্যাব-২ এ তথ্য জানায়।
এ বিষয়ে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম জানান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকা থেকে সোহান শিকদারকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে তার পরনে পুলিশের ট্রাকস্যুট, রিফ্লেস্টিং ভেস্ট ছিল। তিনি ভুয়া পুলিশ পরিচয়ের আড়ালে এলাকায় চাঁদাবাজি করছিলেন।
র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সোহান চাঁদাবাজির সঙ্গে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে ১টি ট্রাকস্যুট (পুলিশ লেখা), ১টি মোটর সাইকেল, ১টি সোল্ডার লাইট, ১টি টর্চ লাইট এবং ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের পোশাক ব্যবহার করে ভুয়া পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায় করাই ছিল তার মূল কাজ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।