ভারতে গ্রেফতার ঢাকার শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
আইজিপি বলেন, মোল্লা মাসুদকে দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তারা এখন আইন অনুযায়ী মোল্লা মাসুদকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে।
খুব শিগগিরই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকার শীর্ষ সন্ত্রাসী এবং ইন্টারপোল রেড নোটিশধারী পলাতক আসামি মোল্লা মাসুদকে রোববার গ্রেফতার করে ভারতের পশ্চিমবঙ্গ সিআইডি।
পুলিশের তথ্য মতে, ইন্টারপোল নয়া দিল্লি, ইন্ডিয়া নিশ্চিত করেছে-পুলিশ কর্তৃক ব্যারাকপুর থানার মামলা নং- ০৯/২০১৫, তারিখ : ০৮/০২/২০১৫, ধারা- ১৪, ফরেনার্স অ্যাক্ট মর্মে মাসুদকে গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, হত্যা, নির্যাতন ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০০১ সালে সরকার ২৩ শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এদের মধ্যে মাসুদ অন্যতম। ঘোষণার পর পর মাসুদ ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।