ছুটির আমেজ শেষে অনুশীলনে টাইগাররা

SHARE

rubel16ছুটির দিনে মেলবোর্ন মেতেছে রেসের গতিতে। টাইগারদেরও তা স্পর্শ করেছে। কিন্তু সৌম্য ছাড়া কেউই রেস দেখতে যাননি। রেসে না গেলেও ঠিকই সময় কাটিয়েছেন নিজেদের মত করে।

নিউজিল্যান্ড থেকে ফেরার পর দুই দিন টিম ম্যানেজম্যান্ট কোনো অনুশীলন রাখেনি ক্রিকেটারদের। তবে আজ কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে অনুশীলনে নামছে টাইগাররা।

ছুটি শেষে অনুশীলন নিয়ে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, খেলা যেহেতু ১৯ তারিখ, তাই তাদের একটানা চারদিন মাঠে না গিয়ে ১৫ তারিখ একটু বিশ্রাম দেওয়া হয়েছিল, এই তিন দিনের মধ্যেই নিজেদের ভারতের বিপক্ষে তৈরি করে নিতে পারবে খেলোয়াড়েরা।

অধিনায়ক মাশরাফিকে ছাড়া কিউইদের বিপক্ষে খেলেছিলো টাইগাররা। কিন্তু ভারতের বিপক্ষে তা নয়। পুরো ফিট বাংলাদেশ দল নামবে প্রথমবার সেমিফাইনাল খেলার টিকিট পেতে।

খালেদ মাহমুদ সুজন বলেন, মাশরাফির মাঠে থাকাটা আমাদের জন্য খুবই জরুরি, সে সেরে ওঠেছে, তাই আমরা আশা করছি পুরো ফিট বাংলাদেশকেই মাঠে পাবো আমরা।