সহিংসতার ক্ষতি বাজেটের অর্ধেক : কাজী আকরাম

SHARE

akram uddin15ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদ বলেছেন, চলমান রাজনৈতিক সহিংসতায় ক্ষতির পরিমাণ অপরিসীম। যা আমাদের মূল বাজেটের অর্ধেকের বেশি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনলাইন নিউজ পোর্টাল টাইমওয়াচ আয়োজিত ‘অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাজী আকরাম বলেন, অত্যন্ত দু:খ-বেদনা নিয়ে আপনাদের সামনে এসেছি। কারণ আমি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করি। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তা আমি বন্ধ করতে পারছি না। তাই আমার ওপর দায়িত্ব অনেক। অস্থিরতায় সবচে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন এবং ক্ষুদ্র ব্যবসায়ী খাত। ট্যুরিজম খাতে যে পরিমাণ ক্ষতি হচ্ছে তা পূরণ হবার নয়।

তিনি বলেন, একটি দেশ ধ্বংস করতে চাইলে তার অর্থনীতিকে ধ্বংস করতে পারলেই হয়। এ দেশের অর্থনীতিকেও ধ্বংস করার পাঁয়তারা চলছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতির যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা কখনোই পুষিয়ে ওঠা সম্ভব নয়।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংলাপ বলেন আর আলোচনা বলেন- যাই হোক না কেন, দেশে শান্তি ফিরিয়ে আনুন, সহিংসতা বন্ধ করুন। পরে সরকারকেও আমরা চাপ দিতে পারব। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক।

বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক সচিব ও চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এ সংলাপে উপস্থিত ছিলেন, রিহ্যাবের প্রেসিডেন্ট মো. আলমগীর শামসুল আলামীন, ট্যুরিজম ডেভেলপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান মো. জামিউল আহমেদ, বিডি সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাসুদ খান, টাইমওয়াচের সম্পাদক একে নাহিদ প্রমুখ।