দুর্ঘটনার উদ্ধারকাজের সময় অ্যাম্বুল্যান্সে গাড়ির ধাক্কা : নিহত ৫

SHARE

ভারতের মুম্বইয়ে সড়ক দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছিল। আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে যায় অ্যাম্বুল্যান্স। ঠিক ওই সময় দ্রুতগতির একটি গাড়ি ওই অ্যাম্বুল্যান্সকে ধাক্কা দেয়। এতে উদ্ধারকর্মীসহ পাঁচজন নিহত হন। আহত হয়েছেন ১৩ জন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুম্বইয়ের বান্দ্রা থেকে ওরলি যাওয়ার সমুদ্রতীরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগেই ওই একই জায়গায় আরও একটি দুর্ঘটনা ঘটে। আহতদের দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এসেছিল অ্যাম্বুল্যান্স। রাস্তার এক পাশে অ্যাম্বুল্যান্স রেখে তাতে তোলা হচ্ছিল আহতদের। হঠাৎ দ্রুত গতির একটি গাড়ি ওই অ্যাম্বুল্যান্স এবং আশপাশে দাঁড় করানো কয়েকটি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক উদ্ধারকর্মীসহ পাঁচজন মারা যান। আহত হন ১৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন।