বাবর-কোহলির মধ্যে কাকে বোলিং করা কঠিন- জানালেন রশিদ

SHARE

আফগান ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রশিদ খান। এই তারকা লেগ স্পিনার বিশ্বের তাবড় ব্যাটারদের জন্য আতঙ্কের নাম। শনিবার থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে বাবর আজম, বিরাট কোহলিদের আটকাতে রশিদ খানই হবে আফগানিস্তানের প্রধান অস্ত্র। কোহলি আড়াই বছর ধরে ফর্মহীন।
আর বাবর আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। দুজনের মাঝে কাকে বল করা কঠিন?

রশিদ খানের কাছে এই প্রশ্নটা করেছিল পাকিস্তানের এক সাংবাদিক। জবাবে রশিদ বলেছেন, ‘আমার কাছে দুজনকে বল করাই সমান কঠিন। তারা যে ধরনের ব্যাটার, একটা বাজে বলও ছাড়েন না। তাই আমার কাছে দুজনকে বল করাই কঠিন, তবে আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাদের দুজনকে একটি বাজে বল করারও ইচ্ছে নেই আমার। আমি ভালো জায়গায় বল ফেলার চেষ্টা করব। ‘

উল্লেখ্য, এশিয়া কাপে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে হংকংয়ের সঙ্গে আছে ভারত এবং পাকিস্তান। অর্থাৎ সুপার ফোরে উঠতে না পারলে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সম্ভাবনা নেই আফগানিস্তানের। তবে আফগানরা টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী। কোহলি-বাবরের সঙ্গে দেখা হয়ে যেতেও পারে।