দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতার হার কমাতে স্মার্টফোন অ্যাপস উদ্ভাবন করা হয়েছে। শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অ্যাপসটি যেসব শিক্ষার্থী আত্মহত্যার ঝুঁকিতে রয়েছে তাদের বাবা মায়েদেরকে সতর্ক করবে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনটি এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ম্যাসেজ বক্স ও তাদের ফোনে ইন্টারনেন্ট সার্চের মধ্যে ‘আত্মহত্যা সম্পর্কিত ’ শব্দ খুঁজে বের করবে। এরপর এগুলো তাদের বাবা-মায়ের স্মার্টফোনে পাঠাবে। এভাবে এটি বাবা-মায়ের স্মার্টফোনে তাদের সন্তানদের সম্পর্কে সতর্ক করবে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ছাত্র-ছাত্রীদের আত্মহত্যা একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এটা প্রতিরোধে সুপরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
অরগাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর ৩৪ সদস্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় মৃত্যুর হার সবচেয়ে বেশি।
শিক্ষামন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০১৪ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৮৭৮ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গত বছর ১১৮ জন আত্মহত্যা করেছে।