মুক্তিযুদ্ধের খেতাব পুনর্বিবেচনা প্রয়োজন : আ ক ম মোজাম্মেল

SHARE

mojammelমুক্তিযুদ্ধের খেতাব পুনর্বিবেচনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য যেভাবে খেতাব দেওয়া হয়েছে তাতে বর্তমান প্রজন্ম হয়তো ভাবতে পারে এটা কেবল সামরিক বাহিনীরই একটি যুদ্ধ ছিল।

কারণ পুলিশসহ অন্যান্য সংস্থা বা সাধারণ মুক্তিযোদ্ধারা অবদান থাকা সত্ত্বেও সেভাবে খেতাব পাননি। তাই মুক্তিযুদ্ধের খেতাব পুনর্বিবেচনা প্রয়োজন।

‘মুক্তিযুদ্ধে পুলিশের অবদান এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিক’ শীর্ষক সেমিনারটির আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জার্নি’।

এতে সভাপতিত্ব করছেন জার্নির প্রধান উপদেষ্টা ও ঢাবির বাণিজ্য অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

সেমিনারে আরও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সেক্টর্স কমান্ডার ফোরামের চেয়ারম্যান কেএম শফিউল্লাহ প্রমুখ।