খালেদার পরোয়ানা স্থগিতের আবেদন কার্যতালিকায়

SHARE

khaleda22জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালত পরিবর্তন ও গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত চেয়ে করা দুটি আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যিতালিকায় ১৯ ও ২০ নম্বর আইটেম হিসেবে আবেদনটি রাখা হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।

উল্লেখ্য, গত ৩ মার্চ খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে ২৮ জানুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টের একই বেঞ্চে আবেদন করেন খালেদা জিয়া।

এ আবেদন দুটির ওপর আজ শুনানি হতে পারে বলেও আইনজীবী এহসানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।