আমিরাতকে ৩৪২ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

SHARE

south africa12দক্ষিণ আফ্রিকাকে চারশো করতে দিবেন না- ম্যাচের আগেই কথাটা বলেছিলেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির। সেই সংকল্পে সফলও হয়েছেন তৌকির।

বৃহস্পতিবার ওয়েলিংটনে আমিরাতের বিরুদ্ধে ৬ উইকেটে ৩৪১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি সহযোগী আমিরাতের সমানে তাই জয়ের টার্গেটটা ৩৪২ রান।

টসে হেরে ব্যাট করতে নেমে ১৭ রানে হাশিম আমলার (১২)  উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।  রান খরায় থাকা কুইন্টন ডি কক ৬৮ রানের জুটি গড়েন রিলে রোসাউয়ের সাথে। ডি কক ৪৫ বলে সংগ্রামী ২৬ রানের ইনিংস খেলে সাকলাইন হায়দারের হাতে ক্যাচ দেন। ডি ককের পর রোসাউও আমিরাত অধিনায়ক তৌকিরের শিকার হন। কট এন্ড বোল্ড হওয়ার আগে রোসাউ ৪৩ রান করেন।

চতুর্থ উইকেটে মিলার ও অধিনায়ক ডি ভিলিয়ার্সের জুটিটা ছিল ১০৮ রানের। দুজনই মাইলফলক মিস করেছেন ১ রানের জন্য। প্রথমে মিলার ৪৯ রান করে বোল্ড হন নাভিদের বলে।  নার্ভাস নাইনটিজের কোপানলে পড়েন ডি ভিলিয়ার্স।

ব্যক্তিগত  ৯৯ রানে (৬ চার, ৪ ছক্কা) কামরান শাহজাদের বলে আমজাদ জাভেদের হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি বঞ্চিত হন প্রোটিয়া অধিনায়ক। ডুমিনি ২৩ রান করে ফিরলেও শেষদিকে দক্ষিণ আফ্রিকা তিনশো রান পার হয়েছে ফারহান বেহারডিয়ানের ব্যাটে।

৩৩ বলে ৬৪ রানের (৫ চার, ৩ ছয়) ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ফিল্যান্ডার করেন ১০ রান। আমিরাতের পক্ষে নাভেদ ৩টি উইকেট নেন।