কারাবন্দী মান্না ডিসিসি নির্বাচনে অংশ নেবেন

SHARE

asif nazrulকারাগারে থাকলেও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মান্নার মুক্তির দাবিতে প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে একথা জানিয়েছে সংগঠনের উপদেষ্টা এস এম আকরাম।

বুধবার বিকেলে প্রেসক্লাবে মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নাগরিক ঐক্য।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র হচ্ছে। আসিফ নজরুল তার বক্তব্যে, মান্না কারাগারে থাকলেও সিটি নির্বাচনে প্রার্থীতা নিশ্চিত করতে সংগঠনের প্রতি আহ্বান জানান। পরে বক্তব্যে সংগঠনের উপদেষ্টা এস এম আকরাম ঢাকা সিটি নির্বাচনে মান্না অংশ নেবেন বলে নিশ্চিত করেন।

আসিফ নজরুল আরও বলেন, আওয়ামী লীগের নেতারা গ্রেফতার হলে প্রতিবাদ করেন নাই। বিএনপির নেত্রী গ্রেফতার হলে প্রতিবাদ করেন নাই। মাহমুদুর রহমান মান্না গ্রেফতার হওয়ায় ভয় পেয়ে গেলেন। তার রিমান্ড ঠিক না। এটা বলার সৎ সাহস আপনাদের নাই দেখেই বাংলাদেশে তৃতীয় ধারার রাজনীতি হয় নাই।

একই সভায় নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম বলেন, মাহমুদুর রহমান যদি জেলেও থাকে তবু সে নির্বাচন করবে।