শাহজালালে ফের পার্সেল থেকে স্বর্ণ উদ্ধার

SHARE

goldহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পোস্ট অফিসের একটি পার্সেল থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে মেইল এ- সটিং বিভাগ ও শুল্ক গোয়েন্দা বিভাগ।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮শ’ ৮০ গ্রাম। বিমানবন্দরের মেইল এ- সটিং বিভাগের সহকারী পোস্ট মাস্টার শরীফ লতিফ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে সিংগাপুর এয়ারলাইন্সের একটি বিমানে পার্সেলটি আসে। সকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতে মেইল এ- সটিং বিভাগ পার্সেলটি স্কান করেন। এসময় স্বর্ণের বারগুলো ধরা পড়ে।

পার্সেলে প্রেরকের ঠিকানায় লেখা রয়েছে; মো. দুলাল মিয়া, আইপিসি-এবিএস লি. কিন্টান রোড, সিংগাপুর। আর প্রেরকের ঠিকানায় লেখা রয়েছে, মো. আবু আলম, হৃদয় ইলেক্টিকস, ২২৫, বায়তুল মোকারম, ঢাকা।

এর আগে, গতকালও পার্সেল থেকে প্রায় এক কেজি স্বর্ণ উদ্ধার করেছিল মেইল এ- সটিং বিভাগ।