স্মারকলিপির সঙ্গে হুমকিও দিলেন আ.লীগের চিকিৎসক সাংসদরা

SHARE

millatহরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপির চেয়ারপারসন  খালেদা জিয়াকে স্মারকলিপি দিতে গিয়ে সেখানে অবস্থানকারীদের হুমকিও দিয়ে এলেন আওয়ামী লীগপন্থী চিকিৎসক সংসদ সদস্যরা।

বুধবার বেলা একটার দিকে চারজন চিকিৎসক সংসদ সদস্যসহ ১০ জনের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যান।  সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের নেতৃত্বে এই দলে আরো ছিলেন ডা. হাবিবে মিল্লাত, ডা. ইউনুস আলী সরকার, ডা. এনামুর রহমান।

এ সময় প্রধান ফটকের পকেট গেটের ভেতরে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির ছিলেন। তিনি প্রতিনিধিদলের সদস্য সিরাজঞ্জের এমপি হাবিবে মিল্লাতের কাছে জানতে চান- এই স্মারকলিপির একটি কপি প্রধানমন্ত্রীকে দেয়া হবে কি না। তখন উত্তেজিত হয়ে মিল্লাত বলেন, “আমরা সংসদে এ কথা বলেছি।”
তখন শায়রুল কবির মিল্লাতকে উদ্দেশ করে বলেন, “আপনারা নাটক করতে এসেছেন।”

এ সময় পেছন থেকে প্রতিনিধিদলের একজন চিকিৎসক শায়রুলকে হুমকি দেন, “আপনারা হুকুমের আসামি ভেতরে বসে আছেন। রাজনীতি করলে বাইরে আসেন। আমরা প্রধানমন্ত্রীকে বলব, আপনাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে।”

সাংবাদিকরা এই চিকিৎসকের নাম জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

এরপর শায়রুল কবির খালেদা জিয়ার পক্ষে স্মারকলিপি গ্রহণ করার পর বাইরে এসে হাবিবে মিল্লাত সাংবাদিকদের বলেন, “আমরা এখানে প্রতিবাদলিপি নিয়ে এসেছি। অবরোধ-হরতালের নামে সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা বন্ধ করার দাবি জানিয়েছি।আশা করি খালেদা জিয়া মানবতাবিরোধী এই কর্মসূচি প্রত্যাহার করবেন।” পাশ থেকে আরেক সাংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার বলেন, “২৪ ঘণ্টার মধ্যে মধ্যে প্রত্যাহার না করলে আমরা প্রতিহত করব।”

এর আগে দুপুর ১২টার দিকে বনানী মাঠে হরতাল-অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে সরকারদলীয় কয়েকটি সংগঠন। এতে অংশ নেয় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের তিন শতাধিক নেতাকর্মী।