আইসিইউতে আল্লামা শফি

SHARE

shofiiহেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফিকে চট্টগ্রাম নগরের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে  ভর্তি করা হয়েছে।  অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে তাকে।

মঙ্গলবার বিকেলে আল্লামা শফিকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার হাটহাজারীতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আল্লামা শফিরও যোগ দেয়ার কথা ছিলো। কিন্তু তিনি এতে উপস্থিত হননি।

পরে তার অনুপস্থিতির কারণ সম্পর্কে আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘মঙ্গলবার বিকেলে হাটহাজারী মাদ্রাসায় ক্লাস নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফি। পরে তাকে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আজ আল্লামা শফিকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহিমের তত্ত্বাবধানে শপির চিকিৎসা চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীও এসময় আল্লামা শফির জন্য দেশবাসীর দোয়া চান।