ভারতে কারা ‘নষ্ট মেয়ে’?

SHARE

noti girlদিল্লি ধর্ষণ কাণ্ডের ওপর বিবিসি-র তথ্যচিত্র ‘India’s Daughter’ ঘিরে সরগরম ভারতের জাতীয় রাজনীতি। ভারতজুড়ে চলছে বিতর্ক। এই তথ্যচিত্রেই দেখা গিয়েছে, নির্ভয়া কাণ্ডের মূল আসামি মুকেশ সিংয়ের আত্মপক্ষ সমর্থনে ‘নির্মম’ মন্তব্য, বিনা প্রতিবাদে ধর্ষণ করতে দিলেই, নাকি নির্ভয়ার কোনো ক্ষতি তারা করত না। বেঙ্গালুরুর সৃষ্টি কলেজ অফ আর্ট-এর ডিজাইন অ্যান্ড টেকনোলজি-র একদল ছাত্র-ছাত্রীর কলেজ প্রোজেক্টের বিষয়টি মুকেশ সিংয়ের আত্মপক্ষ সমর্থনকে মাথায় রেখেই কিনা, জানা নেই, তবে রসিকতার মোড়কে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ‘ধিক্কার’ বলাই যায়।

বেঙ্গালুরুর সৃষ্টি কলেজ অফ আর্ট-এর ডিজাইন অ্যান্ড টেকনোলজি-র ছাত্রছাত্রীদের প্রোজেক্টের বিষয়টি হল ‘একজন ধর্ষকের চোখে নষ্ট মেয়ে’ একটি পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়েছে পুরো প্রোজেক্টটি। ‘একজন ধর্ষকের চোখে নষ্ট মেয়ে’ প্রোজেক্টে বলা হয়েছে,

১. রাত ৯টার পরে যে সব মহিলা রাস্তায় ঘোরে তাঁরা বাজে মেয়ে।

২. খোলামেলা পোশাক পরলেই তিনি বাজে মেয়ে।

৩. কোনো মেয়ে ডিস্কো গেলে, তিনি বাজে মেয়ে।

৪. ইংরেজিতে কথা বললে বাজে মেয়ে।

৫. পাব-এ গেলে বাজে মেয়ে।

৬. বাড়ির কাজ না করলেই, তিনি বাজে মেয়ে।

৭. বাইরে কাজ করলে ধর্ষকের চোখে তিনি বাজে মেয়ে।

৮. ছেলেদের সঙ্গে মিশলে জুটবে বাজের তকমা।

৯. ধর্ষকদের সঙ্গে মারপিট করলে বাজে মেয়ে।

১০. অফিসে রাতে কাজ করলেই বাজে।

১১. ধর্ষিত হয়ে পুলিশে এফআইআর করলে ভালো মেয়ে নয়।

১২. কোনো মহিলার পোশাক যদি পুরুষকে আকৃষ্ট করে, তাহলেও তিনি বিনা তর্কে নষ্ট মেয়ে।

কয়েকটি সহজ ভাষায় নারী নির্যাতনের বিরুদ্ধে বেঙ্গালুরুর এই কলেজের প্রোজেক্টে এহেন প্রতিবাদ রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।