মিডিয়া যাচাই না করে প্রচার করছে কেন- হানিফের প্রশ্ন

SHARE

hanif14আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের ভূমিকা নিয়ে বলেন, কেউ কোথা থেকে ফোন করলো অথবা ফ্যাক্স করলো, আর সঙ্গে সঙ্গে সেই নিউজটা মিডিয়া প্রচার করলো এটা ঠিক না, মিডিয়া যাচাই বাচাই না করে প্রচার করছে কেন এমন প্রশ্নও করেন হানিফ।

হানিফ বলেন, তথ্য প্রযুক্তির যুগে পৃথিবীর যে কোন জায়গা থেকে প্রেস রিলিজ দেয়া যায়। কেউ যদি বিদেশে পালিয়ে থেকে প্রেস রিলিজ পাঠায় তাহলে তো তাকে বিদেশ থেকে ধরে আনা সহজ ব্যাপার না।

হানিফ আরো বলেন, মিডিয়ার দেশের ও জনগনের প্রতি দায়িত্ববোধ আছে। ধ্বংসাত্বক বা নেতিবাচক খবর প্রচারের ব্যাপারে বিরত থাকাটা জনগণের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। মিডিয়ার সেটা করা উচিত। মিডিয়া দায়িত্বশীল হলে আত্মগোপনে থেকে বা বিদেশ থেকে কেউ কর্মসূচি ঘোষনা করতে পারবে না।

সোমবার বেলা ১১টায় কালেক্টরেট চত্বরে কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।