অপহৃত বাংলাদেশির নাম মো. হেলাল উদ্দিন। তার বাড়ি জামালপুর জেলায়। তার পাসপোর্ট নম্বর বি ০১৫৬৫৫৩। তিনি লিবিয়ার সিরতের শহরের আল-ঘানি তেলখনিতে কাজ করতেন।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার আইএস জঙ্গিরা লিবিয়ার সিরতে শহরের দক্ষিণে আল-ঘানি তেলখনিতে হামলা চালায়। এসময় তারা ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা করে, যাদের কয়েকজনকে শিরোশ্ছেদ করা হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালিয়ে তেলখনিটি পুনরায় নিজেদের দখলে নেয়। তবে তেলখনি থেকে পিছু হটার সময় আইএস জঙ্গিরা নয়জনকে অপহরণ করে নিয়ে যায়, যাদের মধ্যে একজন বাংলাদেশি।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে- উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত বাংলাদেশি হেলাল উদ্দিনকে কোথায় নেওয়া হয়েছে তা শনাক্ত করে তাকে মুক্ত করার চেষ্টা চলছে।