ইউক্রেনের জনগণ রাশিয়ার বশীভূত হতে চায় না : জেলেনস্কি

SHARE

ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে পুরো জাতির ওপর নির্যাতন বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (৩ এপ্রিল) একজন অনুবাদকের মাধ্যমে সিবিএস নিউজের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণ রাশিয়ার বশীভূত হতে চায় না। ফলস্বরূপ তাদের ধ্বংস ও নির্মূল করা হচ্ছে।

রাশিয়ার কার্যকলাপ ‘গণহত্যা’ কিনা সরাসরি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: ‘আসলে, এটি গণহত্যা। গোটা জাতি ও জনগণকে নির্মূলকরণ।

পরে রোববার রাতে জাতির উদ্দেশে ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, আমাদের দেশে অশুভ শক্তি এসেছে। আমাদের ভূখণ্ডে দখলদারদের প্রতিটি অপরাধ তদন্ত করা হবে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তির আওতায় আনা হবে।

প্রসঙ্গত, রুশ সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুচা শহর থেকে সরে যাওয়ার পর হাত-পা বাঁধা, কাছ থেকে করা গুলির ক্ষত এবং নির্যাতনের চিহ্নসহ মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

রোববার বিদায়ী রুশ বাহিনীকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের কর্মকর্তারা বলেন, বুচায় ৪১০ জন বেসামরিক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে।