আশুগঞ্জে ট্রলারডুবি, একজনের মৃতদেহ উদ্ধার

SHARE

trolar mব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ লঞ্চঘাটে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একযাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো কয়েক যাত্রী।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দলসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বারেক মিয়া নামে ওই ট্রলারের এক যাত্রী জানান,  ট্রলারটি ভৈরব থেকে ছেড়ে আশুগঞ্জ লঞ্চঘাটে আসার পর ১০-১২ জন যাত্রী একসঙ্গে উঠার চেষ্টা করলে এটি ডুবে যায়। তবে এ সময় বেশিরভাগ যাত্রীই সাঁতরে তীরে উঠে যায়। ট্রলারটি কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে যাওয়ার উদ্দেশে ভৈরব থেকে ছেড়ে আসে বলে তিনি জানান।

পরে সকাল সাড়ে ১০টায় অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ও এক বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মজিবুর রহমান চৌধুরী জানান, ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করেছে।  এছাড়া উদ্ধার অভিযানে উদ্ধারকারী নৌযান অগ্নি তরণী যোগ দিয়েছে বলে তিনি জানান।