ইউক্রেন ইস্যুতে বড় বিপদের মুখে বিশ্ব: গুতেরেস

SHARE

আর কোনো রক্তপাত ছাড়াই ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সতর্ক করে তিনি বলেছেন, এই সংকটের কারণে বড় বিপদের মুখে রয়েছে বিশ্ব।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মহাসচিব এ কথা বলেন। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেন সংকট নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, অনেক বছর ধরে যে সংঘাতের মুখোমুখি হইনি, এমনই এক সংঘাত এড়াতে এখনই সংযম, ন্যায়সংগত আচরণ এবং উত্তেজনা কমানো প্রয়োজন।

জাতিসংঘ মহাসচিব বলেন, ইউক্রেনে সংঘাত বাড়লে বিশ্বে এমন সংকট দেখা দেবে, যা বহু বছর দেখা যায়নি। তিনি বলেন, ‘এখন সময় এসেছে যুদ্ধবিরতির পথে হাঁটার এবং সংলাপ ও সমঝোতার পথে ফিরে আসার।’

জাতিসংঘের মহাসচিব বলেছেন, আর কোনো রক্তপাত ছাড়াই এই সংকট সমাধানে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ তিনি।