৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল

SHARE

nahid30চলতি মার্চ মাসের মধ্যেই এসএসসি পরীক্ষা শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, আগামী ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হবে।

আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে বার বার এসএসসি পরীক্ষা বিঘ্নিত হওয়ায় পরিপ্রেক্ষিতে তিনি এ আশা প্রকাশ করলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

পদার্থ বিজ্ঞান পরীক্ষ‍ার প্রশ্নপত্রে যে দুই/একটি ভুল ছিল, তা শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করবে বলেও মনে করেন তিনি।

শিক্ষামন্ত্রী এ সময় বিএনপির প্রতি ফের হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান জানান।

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে বলেও জানান  তিনি।