চলমান অবরোধ-হরতালের মধ্যে রাজশাহীর বাঘা উপজেলা টেলিফোন এক্সচেঞ্জে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলা টেলিফোন এক্সচেঞ্জের নৈশপ্রহরী সেন্টু ভবনের দ্বিতীয় তলা থেকে শনিবার ভোর সাড়ে চারটার দিকে পোড়া গন্ধ পেয়ে নিচে নেমে আসেন। এ সময় তিনি নিচ তলায় আগুন দেখতে পান। পরে পল্লিবিদ্যুৎ সমিতিতে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিনি জানান, আশপাশের লোকজনের সহযোগিতায় এক্সচেঞ্জের নিচ তলার আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। কিন্তু ততক্ষণে এক্সচেঞ্জের ৪৮টি ব্যাটারি, বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও জানালা-দরজাসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। আগুন নেভানোর পর দেখা যায়, টেলিফোন এক্সচেঞ্জের নিচ তলার দক্ষিণ পাশের জানালার কাচ ভাঙা।
ওসি আমিনুল ইসলাম আরো জানান, ধারণা করা হচ্ছে- জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে বাঘা উপজেলার সব টেলিফোন সংযোগ বিকল হয়ে গেছে।