বরিশালে আবারও পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন এক ট্রাক চালক। শুক্রবার রাত ১১টায় রূপাতলীতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত চালককে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, অলম্পিক সিমেন্ট কোম্পানি থেকে সিমেন্ট বোঝাই করে রাতে ট্রাকটি বরিশাল সিটিতে রওনা হয়। ২০০ মিটির পথ অতিক্রম করতেই রাতের আধারে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালায়।
এতে ড্রাইভারের সামনের কাচ ভেঙ্গে একটি বোমা ভেতরে পড়ে। এতে মুহুর্তেই গাড়িতে আগুন ধরে যায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। গাড়ির মধ্যে থাকা চালক মিজানুর রহমান দগ্ধ হয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য এ এলাকায় রাতের বেলা গত দুই মাসে বেশ কয়েকটি গাড়িতে পেট্রলবোমা হামলা হয়েছে। যাত্রী ও চালকসহ আহত হয়েছে অনেক যাত্রী। উজিরপুরে ট্রাকে পেট্রলবোমা হামরায় নিহত হয় ট্রাক হেলপার।