ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

SHARE

অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন তিন ফিলিস্তিনি। মঙ্গলবার পশ্চিম তীরের নাবুলাস শহরে একটি গাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করা হয় তাদের। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)।

ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, নাবুলাস শহরে একটি গাড়িতে সরাসরি গুলি করে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি প্রাণ হারান। নিহতরা হলেন, আশরাফ মুবাস্লাত, আদহাম মাবরুকা ও মোহাম্মদ দাখিল।

একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা করে বলেন, তিনজন ফিলিস্তিনি ওই গাড়িটিতে ছিলেন। হঠাৎ গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। সেখানে এক মিনিটেরও বেশি সময় ধরে গুলি চালানোর শব্দ শোনা যায়।

এই অভিযানের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী। তবে এই হত্যাকাণ্ডে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনের মন্ত্রিসভা একে ‘জঘন্য অপরাধ’ অ্যাখা দিয়েছে।

এক পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর হামলায় রেকর্ড ৭৭ জন ফিলিস্তিনি নিহত হন।
খবর আল-জাজিরা