সাকিবদের বিপক্ষে সহজ লক্ষ্য পেল মুশফিকরা

SHARE

বিপিএলের চট্টগ্রাম পর্বে সোমবার (৩১ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

তবে নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেনি তারা। তারকায় ঠাসা দলটি ৭ বল হাতে রেখেই মাত্র ১৪৫ রানে গুটিয়ে গেছে। অর্থাৎ মুশফিকের খুলনাকে জিততে হলে করতে হবে ১৪৬ রান।

চট্টগ্রাম পর্বে রানে ফিরেছে বিপিএল। বিশেষ করে দিনের দ্বিতীয় ম্যাচে ভালো রান হচ্ছে। তবে সাকিবের বরিশাল যেন এখনো সেই ছন্দে ফিরছে না। দুই ক্যারিবীয় ব্যাটিং দানব ডোয়াইন ব্রাভো এবং ক্রিস গেইল ওপেনিংয়ে নেমেছিলেন। তবে খালেদের বলে ৫ বলে মাত্র ৯ রান করেই সাজঘরে ফিরে গেছে ব্রাভো।

অন্যদিকে, নামের প্রতি সুবিচার করতে পারেনি ইউনিভার্স বস ক্রিস গেইলও। ৯ বলে মাত্র ৪ রান করেছেন। তবে স্বস্তির খবর হচ্ছে, ব্যাটে ছন্দ খুঁজে পেয়েছেন দলীয় অধিনায়ক সাকিব আল হাসান। এদিন দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহও তার। কামরুল রাব্বির বলে আউট হওয়ার আগে ২৭ বলে ৪১ রান করেছেন। এছাড়া নাজমুল হাসান শান্ত করেছেন ৪০ বলে ৪৫ রান।

চার ম্যাচ খেলে দুই জয় আর দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে বরিশাল। খুলনা টাইগার্সও খুব একটা সুবিধাজনকস্থানে নেই। চার ম্যাচে দুই জয় নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেনিলের চতুর্থ স্থানে। এদিকে পয়েন্ট টেবিলে সাকিবদের তুলনায় এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে মুশফিকের খুলনা টাইগার্স। প্রথম দেখায় খুলনা টাইগার্সকে ১৭ রানের ব্যবধানে হারায় ফরচুন বরিশাল ।