মোটর গাড়ি নির্মাণের ক্ষেত্রে বিশ্বে ১৮তম অবস্থানে ইরান

SHARE

motorgari iranমোটর গাড়ি নির্মাণের ক্ষেত্রে বিশ্বে ১৮তম অবস্থান রয়েছে ইরান । আন্তর্জাতিক মোটর গাড়ি নির্মাতাদের সংস্থা বা ওআইসিএ’র   নতুন প্রকাশিত পরিসংখ্যান এ কথা বলা হয়েছে।

ওআইসিএ’র ২০১৪ সালের গাড়ি উৎপাদন সংক্রান্ত হিসাবে বলা হয়েছে বিগত ১২ মাসে ইরানের গাড়ি উৎপাদন বেড়েছে ৪৬. ৭ শতাংশ।  দুই কোটি ৩০ লাখ গাড়ি নির্মাণ করে এ তালিকার শীর্ষে রয়েছে চীন  এবং দেশটির গাড়ি উৎপাদন বেড়েছে ৭.৩ শতাংশ। এর পরের অবস্থানে রয়েছে আমেরিকা ও জাপান। এই দুই দেশ যথাক্রমে এক কোটি ১৬ লাখ ৬০ হাজার এবং ৯৭ লাখ ৭০ হাজার গাড়ি তৈরি করছে।

একই সঙ্গে ২০১৫ সালে বিশ্বে গাড়ির উৎপাদন ৩ শতাংশ বেড়ে নয় কোটি ১০ লাখে পৌঁছাবে বলে পূর্বাভাষ দিয়েছে ওআইসিএ।

এদিকে , সর্বশেষ হিসাবে অনুযায়ী গত বছর ইরানি মোটর গাড়ি নির্মাতারা ১০ লাখ ৯০ হাজার ৮৪৬ টি গাড়ি এবং বাণিজ্যিক যানবাহন নির্মাণ করেছে।  এর মধ্যে ৯ লাখ ২৫ নয়শ’ ৭৫টি মোটর গাড়ি এবং এক লাখ ৬৪ হাজার ৮৭১টি অন্যান্য গাড়ি।

এ ছাড়া, চলতি ফার্সি বছরে ইরান ১০ লাখের বেশি গাড়ি বিক্রি করেছে বলে জানিয়েছেন ইরানি মোটর গাড়ি নির্মাণকারী সংস্থা সাইপা কোম্পানির কমার্স ও সেলস দফতরের প্রধান মোহাম্মদ রেজা আব্বাসি । চলতি মাসের ২১ তারিখে এ ফার্সি বছর শেষ হবে।