আজ থেকে করোনার বুস্টার ডোজ শুরু

SHARE

আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম দফায় এ টিকা পাবেন ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধারা। তবে শুরুতে দেওয়া হবে শুধু ঢাকায়।

ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেলসহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল দশটায় শুরু হবে টিকাদান।

পর্যায়ক্রমে সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার পর বুস্টার ডোজ দেওয়া হবে সারাদেশেই। দুই ডোজ টিকা নেওয়ার যাদের ৬ মাস সময় পেরিয়েছে, এমন ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের কাছে এসএমএস যাবে। তার ওপর ভিত্তি করে পূর্বের কেন্দ্রেই টিকা দেওয়া হবে।

বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে ফাইজারের, অ্যাস্ট্রাজেনেকা ও মর্ডানার টিকা।

এর আগে গত ১৯ ডিসেম্বর করোনার নতুন ধরন ওমিক্রন রোধে ১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয় বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

সেদিন আরো বুস্টার ডোজ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পমন্ত্রী শ ম রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।