কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চেহলাম শুরু হয়েছে।
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার কোকোর চেহলামের আয়োজন করা হয়েছে।
কোকোর আত্মার মাগফেরাত কামনায় সকাল থেকে আয়োজন করা হয়েছে কোরআনখানি ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচির।
কোরআনখানি উপলক্ষে বুধবার সকাল সোয়া ১১টার দিকে বাড্ডার আজিজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, আনিসুর ইসলাম আনিস, মো. আব্দুর রহমান,শহীদুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল ও মীর হোসেন খালেদার কার্যালয়ে প্রবেশ করেন। তারা দিনব্যাপী কোরআন তেলাওয়াত করবেন।
কোরআন তেলাওয়াত শেষে আসরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জিয়াউর রহমান ও খালেদার জিয়া ছোট ছেলে কোকোর মৃত্যুর ৪০দিন পূর্ণ হচ্ছে বুধবার। হৃদরোগে আক্রান্ত হয়ে ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান কোকো।
খালেদা জিয়ার পক্ষ থেকে সারাদেশের বিএনপি নেতাকর্মীদের প্রতি কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে।