শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন এনার্জি ড্রিংস ভয়ঙ্কর রোগের বাহক। এতে মাদক ও যৌন উত্তেজক বিভিন্ন উপাদান রয়েছে।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে এম, আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান তিনি।
শিল্পমন্ত্রী বলেন, বাজারে প্রচলিত এনার্জি ড্রিংকসের কোন বাংলাদেশ মান (বিডিএস) নেই। এমনকি বিএসটিআই থেকে পণ্যের অনুকূলে গুণগত মান সনদ গ্রহণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১৫৫টি পণ্যের আওতার মধ্যেও এটি নেই।
এনার্জি ড্রিংকস পণ্যটি সফট ড্রিংকস পণ্যের শ্রেণিভুক্ত নয়- এ দাবি করে তিনি আরো বলেন, এ পণ্যটিতে উচ্চ মাত্রায় ক্যাফেইন ছাড়াও বিভিন্ন কেমিক্যাল থাকে। বিএসটিআই থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।