‘অভিনব’ প্রতিবাদী জালাল আটক

SHARE

jalalদেশজুড়ে চলমান সহিংসতা বন্ধের দাবিতে ২৪ ঘণ্টা গাছে অবস্থানের পর আটক হয়েছেন ‘দার্শনিক’ জালাল উদ্দিন মজুমদার।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গের হৃদয় (১৮) নামের একজনকে আটক করা হয়।

এর আগে সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত জালাল উদ্দিন প্রেস ক্লাবের একটি কড়ইগাছে উঠে অবস্থান করে সহিংসতার প্রতিবাদ জানান।

মাথায় পতাকা বেঁধে, সঙ্গে আরেকটি পতাকা ও একটি হারিকেন নিয়ে গাছের ওপর অবস্থানকালে জালাল উদ্দিনের হাতে দুটি প্ল্যাকার্ড ছিল। তাতে লেখা ছিলো— ‘১৬ কোটি মানুষ এই মাটিতে দাঁড়িয়ে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। তাই গাছে উঠে দাবি আদায়ের কথা বলছি। দাবি আদায় হলে নিচে নেমে আসব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মারকলিপি দেয়া হবে বলেও জানিয়েছিলেন।

জালালকে আটকের ব্যাপারে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিম বলেন, “সকালে জালালসহ দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ওসি বাইরে আছেন, তিনি আসলে আটকদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।”