চুয়াডাঙ্গায় ১১ জন এসএসসি পরীক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কারের প্রতিবাদে রোববার দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা।
আলমডাঙ্গার খাসকররা, সপ্তগ্রাম ও বটিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন গড়ে তোলে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম কক্ষ পরিদর্শনে আসলে বিষয়টি তার নজরে আসে। এ সময় আসন বদল করে বসার অভিযোগে কক্ষের ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ ঘটনায় দুই শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোদুই মাসের কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত। বহিষ্কৃত ১১ শিক্ষার্থীর মধ্যে সাতজন খাসকররা, তিনজন সপ্তগ্রাম ও একজন বটিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
শিক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অর্থদন্ডের ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে ওই তিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকৃন্দ। তারা বহিষ্কার আদেশ প্রত্যাহার ও দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন।