বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। একই সঙ্গে বেসরকারি খাতে দীর্ঘ মেয়াদি সুবিধাও দিতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন এ মন্তব্য করেন।
এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের অ্যানেট ডিক্সন বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বিষয়ে গভর্নরের সঙ্গে আলোচনা হয়েছে। কথা হয়েছে বেসরকারিখাতের অর্থায়ন প্রসঙ্গেও।
এছাড়া সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তারা বলেছেন-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। ফলে তা অর্থনীতিতে প্রভাব ফেলবে না,—বলেন তিনি।
অ্যানেট ডিক্সন বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে যেতে হলে দ্রুতই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। সঙ্গে দিতে হবে বেসরকারিখাতে দীর্ঘ মেয়াদি সুবিধাও।