রাজনৈতিক কর্মকাণ্ড পালনে সুযোগ সৃষ্টির আহ্বান সুইডেনের

SHARE

friselপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পালনের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সুইডিশ রাষ্টদূত। পাশাপাশি দেশের উদ্ভূত সঙ্কট নিরসনে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুইডেনের নতুন রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে সুইডেনের নতুন রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল আহ্বান জানিয়েছেন। সোমবার ঢাকাস্থ সুইডিশ দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে।

সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বংলাদেশের সঙ্গে ‘আরো গভীর ও বৃহত্তর’ সম্পর্ক গড়ার ব্যাপারে তার পরিকল্পনার কথা জানিয়েছেন।  পাশাপাশি বাংলাদেশের চলমান সহিংসতা ও হতাহতের ঘটনা এবং দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ‘সব রাজনৈতিক পক্ষ’ ‘পরিস্থিতির তীব্রতা প্রশমনে পদক্ষেপ গ্রহণ করবে’।

এদিকে ‘উভয় দেশের স্বার্থেই সুইডেন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখী’ করার বিষয়টি ‘সহজতর’ করার বিষয়ে জোর দেন রাষ্ট্রদূত।

সুইডেন ও বাংলাদেশের মধ্যে ‘দীর্ঘস্থায়ী ও চমৎকার’ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ার বিষয়টি গুরুত্ব পায় এ বৈঠকে। একই সঙ্গে বেশ কয়েকটি ইস্যুতে মতবিনিময় করেন তারা। ‘মহামূল্যবান আলোচনায়’ সময় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সুইডিশ রাষ্ট্রদূত।