রয়টার্সের পাকিস্তান ব্যুরো চিফের মৃতদেহ উদ্ধার

SHARE

mariya24সংবাদ সংস্থা রয়টার্সের পাকিস্তান ও আফগানিস্তান ব্যুরো চিফ মারিয়া গোলোভনিনাকে তার অফিসের মৃত অবস্থায় পাওয়া গেছে।

পাক পুলিশ এই খবর দিয়েছে।

মারিয়া টয়লেটে যান এবং দীর্ঘ সময় পরেও তিনি বের হচ্ছিলেন না। অফিসে থাকা লোকজন খোঁজ নিতে গিয়ে দেখতে পান তিনি ফ্লোরে পড়ে আছেন। বমির ওপর তিনি পড়ে ছিলেন।

মারিয়াকে দ্রুত পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সে নেয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি মারা গেছে। ডাক্তার জানান, হাসপাতালে নেয়ার আগেই মারিয়া মারা গেছেন।

মারিয়া রুশ নাগরিক। রুশ কর্তৃপক্ষের কাছে মারিয়ার মরদেহ হস্তান্তরের আগে তার পোস্ট-মোর্টেম হবে।

মারিয়ার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার মুত্যুর কারণ ডাক্তার খুঁজে বের করার চেষ্টা করছেন।

মারিয়া গত দেড় বছর ধরে মারিয়া রয়টার্সের পাকিস্তান ও আফগানিস্তানের ব্যুরো চিফ হিসেবে কাজ করছিলেন। তিনি মূলত ইসলামাবাদেই থাকতেন।– ডন।