দেশের নিরাপত্তার ভার তাদের হাতে। সে জন্যই পরিবারকে ছেড়ে দিনের পর দিন পড়ে থাকতে হয় সেনা ছাউনিতে। কিন্তু একটা সময়ের পর সে দূরত্ব বৈবাহিক সম্পর্কে ছাপ ফেলতে শুরু করে। অতঃপর বিবাহবিচ্ছেদ। চীনা সেনাবাহিনীর ‘নন কমিশনড অফিসারদের’ (এনসিও) মধ্যে এই হার বাড়ছিল। তা রুখতে এ বার সক্রিয় হয়েছেন সেনা-কর্তৃপক্ষই। চীনা নববর্ষ উপলক্ষে পরিবারকে সেনা ছাউনিতে এনে রাখা যাবে বলে এনসিও-দের অনুমতি দিয়েছেন তারা।
এর আগে শুধু উচ্চপদস্থ অফিসাররাই এই সুযোগ পেতেন। এনসিও-দের জন্য এমন কোনো সুযোগ ছিল না। তা হলে হঠাৎ এমন অনুমতি এলো কেন? প্রথা মেনে কোনো সমীক্ষা না করা হলেও বেশ কিছু দিন ধরেই দেখা যাচ্ছিল, সেনা অফিসারদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার বাড়ছে। আর তাতে যে তাদের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, চিড় ধরতে পারে মনোবলে সে কথাও আঁচ করছিলেন কর্তৃপক্ষ। সে সব ঠেকাতেই কর্তৃপক্ষ এনসিও-দের অনুমতি দিয়েছেন, উৎসবের মরসুমে পরিবারকে কাছে এনে রাখা যাবে।
অতশত ব্যাখ্যা অবশ্য বুঝতে চান না ‘টুয়েলথ আর্মি গ্রুপ’-এর প্রবীণ এনসিও ওয়াং শিনতাও। তার বয়ানে, “হঠাৎ করে এক টুকরো আনন্দ পেয়ে দারুণ লাগছে।” এবার স্ত্রী-র সঙ্গে বর্ষশুরুর আনন্দ-উৎসব করতে পারবেন তিনি। আর এক এনসিও-র বয়ানে, “উচ্চপদস্থ সেনা কর্তাদের জন্য এটা হয়তো কিছুই নয়। আমাদের জন্য এটা বিশাল ব্যাপার।”