মেসি-রোনালদো নন, লুকাকুর রোল মডেল অন্য একজন

SHARE

সর্বকালের অন্যতম দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। লাখো তরুণ ফুটবলারের যারা আর্দশ। শুধু তরুণ নন, অনেক প্রতিষ্ঠিত ফুটবলারেরও। তবে রোমেলু লুকাকু এই তালিকায় নেই।

লুকাকুর আদর্শ অন্য একজন। সেই অন্য একজন হচ্ছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি করিম বেনজেমা। যার খেলায় অনুপ্রেরণা খুঁজে পান বেলজিয়ামের স্ট্রাইকার। বেনজেমাকে আদর্শ মানলেও মেসি-রোনালদোর প্রশংসা করতে ভুলেননি লুকাকু।

বেনজেমাকে কেন আদর্শ মানেন তার ব্যাখ্যাও দিয়েছেন লুকাকু। বয়স ত্রিশের পর ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড যে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাতে মুগ্ধ হয়েছেন তিনি। বিশেষ করে ৩৪ বছর বয়সে তার ব্যালন ডি’অর জয়। তাই নিজেও মনে করেন, সামনে ভালো কিছুই করবেন তিনি।

ইতালির সংবাদ মাধ্যম লা গাজ্জেত্তা দেলো স্পোর্টকে সাক্ষাৎকারে বেনজেমা বলেছেন, ‘অবশ্যই, আমাদের ভালো করার অনেক টুলস আছে। আমার বাড়িতে জিম আছে। মেসি, রোনালদো, লেভানদোস্কি এবং ইব্রা সবাই দুর্দান্ত। কিন্তু আমার রোল মডেল বেনজেমা। যিনি ৩২ বছর পর ব্যালন ডি’অর জিতেছেন।
তাই ইতিবাচক মানসিকতা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। লেব্রন জেমসও (বাস্কেটবল কিংবদন্তি) তেমনি বলেন।’

ইন্টার মিলানে খেলার সময় এসি মিলানের সাবেক ফরোয়ার্ড ইব্রার মুখোমুখি হয়েছিলেন লুকাকু। ২০২১ সালের এক ডার্বিতে দুজন মেজাজ হারিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। সেই ঘটনার মীমাংসা হয়েছে কি না এমনটা জানতে চাওয়া হলে নাপোলির স্ট্রাইকার বলেছেন, ‘এটার প্রয়োজন নেই। তবে তার ক্যারিয়ারকে আমি শ্রদ্ধা করি। সে অসাধারণ এক খেলোয়াড় ছিল।’