রেকর্ড উদ্বোধনী জুটিতে ইংল্যান্ডের সংগ্রহ ৩০৩

SHARE

england23স্কটল্যান্ডকে ৩০৪ রানের টার্গেট দিল ইংল্যান্ড।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের ধাক্কা খাওয়া ইংল্যান্ড দল স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটির রেকর্ডে ঘুরে দাঁড়িয়েছে। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করেছে ৩০৩ রান।

টস হেরে ব্যাটিংয়ে নামা ইংলিশদের দুই ওপেনার ১৭২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন।বিশ্বকাপে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। আগের রেকর্ডটা ছিল ১৯৭৫ সালের আসরে তৎকালীন পূর্ব আফ্রিকার বিপক্ষে  ডিএল অ্যামিস ও বি উডের ১৫৮ রান।  হাফ সেঞ্চুরি  হাঁকিয়ে ৫৪ রানে বেরিংটনের বলে কোয়েটজারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়ান বেল। তবে মঈন আলি দেখা পেয়েছেন সেঞ্চুরির। তিনি পাঁচ ছক্কা এবং ১২ বাউন্ডারিতে ১২৮ রানে দ্বিতীয় উইকেট হিসাবে সাজঘরের পথ ধরার সময়ে ইংল্যান্ডের সংগ্রহ ২০১ রান। অধিনায়ক এউইন মরগান ৪২ বলে চার বাউন্ডারি  ও দুই ছক্কায় ৪৬ এবং  শেষদিকে জস বাটলার ১৪ বলে চার বাউন্ডারিতে ২৪ রানের ইনিংস খেললে   ৩০৩ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।

স্কটল্যান্ডের হয়ে ডেভি চারটি এবং ওয়ার্ডল,ইভান্স, হকও বেরিংটন একটি করে উইকেটের দেখা পান।