বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয় পিএসজি। দলের শিরোপা নিশ্চিতের পথে অনবদ্য অবদান রেখেছেন উসমান দেম্বেলে। দলের হয়ে সর্বোচ্চ ৪ গোল করেন তিনি।
সঙ্গে পুরো মৌসুমেই পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দেম্বেলে।
সবমিলিয়ে ৩৫ গোলের বিপরীতে ১৬ অ্যাসিস্ট করেছেন ফ্রান্সের ফরোয়ার্ড। এমন পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে অনেকেই মনে করছেন তার হাতে উঠতে পারে এবারের ব্যালন ডি’অর। সত্যি সত্যি তিনি পাবেন কি না তা জানতে অবশ্য ২২ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে
তবে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগে যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা।
তাতে দেম্বেলের সঙ্গে রয়েছেন পিএসজির আরো ৮ জন। এ ছাড়া সর্বশেষ মৌসুমে আলো ছড়ানো লামিনে ইয়ামাল, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ, কিলিয়ান এমবাপ্পেসহ অন্যরাও আছেন।
ব্যালন ডি’অরে জায়গা পাওয়া ৩০ জনের নাম—
উসমান দেম্বেলে-পিএসজি (ফ্রান্স), জিয়ানলুইজি দোনারুমা-পিএসজি (ইতালি), জুড বেলিংহাম-রিয়াল মাদ্রিদ (ইংল্যান্ড), দেজিরে দুয়ে-পিএসজি (ফ্রান্স), ডেনজেল ডামফ্রিস-ইন্টার মিলান (নেদারল্যান্ডস), সেরহু গিরাসি-বরুসিয়া ডর্টমুন্ড (গিনি), আর্লিং হলান্ড-ম্যানচেস্টার সিটি (নরওয়ে), ভিক্টর ইয়োকেরেস-আর্সেনাল (সুইডেন), আশরাফ হাকিমি-পিএসজি (মরক্কো), হ্যারি কেইন-বায়ার্ন মিউনিখ (ইংল্যান্ড), খিচা কাভারেস্কাইয়া-পিএসজি (জর্জিয়া), রবার্ট লেভানদোস্কি-বার্সেলোনা (পোল্যান্ড), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার-লিভারপুল (আর্জেন্টিনা), লাওতারো মার্তিনেজ-ইন্টার মিলান (আর্জেন্টিনা), স্কট ম্যাকটমিনে-নাপোলি (স্কটল্যান্ড), কিলিয়ান এমবাপ্পে-রিয়াল মাদ্রিদ (ফ্রান্স), নুনো মেন্দেস-পিএসজি (পর্তুগাল), জোয়াও নেভেস-পিএসজি (পর্তুগাল), পেদ্রি-বার্সেলোনা (স্পেন), কোল পালমার-চেলসি (ইংল্যান্ড), মাইকেল ওলিসে-বায়ার্ন মিউনিখ (ফ্রান্স), রাফিনিয়া-বার্সেলোনা (ব্রাজিল), ডেকলান রাইস-আর্সেনাল (ইংল্যান্ড), ফাবিয়ান রুইজ-পিএসজি (স্পেন), ভার্জিল ফন ডাইক-লিভারপুল (নেদারল্যান্ডস), ভিনিসিয়ুস জুনিয়র-রিয়াল মাদ্রিদ (ব্রাজিল), মোহাম্মদ সালাহ-লিভারপুল (মিসর), ফ্লোরিয়ান ভির্টজ-লিভারপুল (জার্মানি), ভিতিনিয়া-পিএসজি (পর্তুগাল), লামিনে ইয়ামাল-বার্সেলোনা (স্পেন)।