নিখোঁজ অনেকে পদ্মায় শতাধিক যাত্রীসহ লঞ্চডুবি, নিহত ১৯

SHARE

lonch22পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া যাওয়ার পথে কার্গোর ধাক্কায় শতাধিক যাত্রা নিয়ে এমভি মোস্তফা নামের একটি লঞ্চ পদ্মায় ডুবে গেছে। রবিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ পর্যন্ত এ ঘটনায় ১৯ জনের  মৃত্যুর খবর পাওয়া গেছে। জীবিত উদ্ধার হয়েছে ৪৫ জন। এখনো নিখোঁজ রয়েছে অনেকে।

নিহতদরে মধ্যে –   তিনজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু। এর মধ্যে উদ্ধারকৃত এক শিশুকে শিবালয় উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।  তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

উদ্ধার কাজ চালাচ্ছে রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উদ্ধারকারী জাহাজ আইটি। দুপুরে পৌনে ৩ টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছেন উদ্ধারকারী জাহাজ রুস্তম।

পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মুকতাদির জানান, এমভি নারগিস নামে সারবাহী একটি কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি মাঝ পদ্মায় ডুবে যায়। যাত্রীদের উদ্ধারে নৌপুলিশের পাশাপাশি স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। ইতোমধ্যে ৪৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর এমভি নারগিসকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।