দক্ষিণ আফ্রিকাকে ৩০৮ রানের চ্যালেঞ্জ ভারতের

SHARE

india22অস্ট্রেলিয়ার মেলবোর্নে দক্ষিণ আফ্রিকাকে ৩০৮ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩০৭ রান করেছে মহেন্দ্র  সিং ধোনির দল।

দলীয় ৯ রানে উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাকে (রান আউট) হারিয়ে কিছুটা চাপে পড়া ভারত শিখর ধাওয়ান আর বিরাট কোহলির কাঁধে ভর দিয়ে এগিয়ে যায় স্বাচ্ছন্দে। দ্বিতীয় উইকেটে কোহলি-ধাওয়ান ১২৭ রানের জুটি গড়েন।  কোহলি ৪৬ রান করে ইমরান তাহিরের শিকার হন।

সেঞ্চুরি পূর্ণ করা ধাওয়ান এরপর অজিঙ্কা রেহানেকে নিয়ে আরো এক সফল জুটি গড়ে তোলেন। দলীয় ২৬১ রানের সময় পারনেলের বলে আমলার হাতে বন্দী হন ধাওয়ান (১৩৭)। অন্যান্যের মধ্যে  রেহানে ৭৯, রায়না ৬, ধোনি ১৮, জাদেজা ২ রান করেন। আর  অশ্বিন ৫ ও সামি ৪ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে মরকেল দুটি এবং তাহির, পারনেল ওস্টইন একটি করে উইকেট নেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হয়। টসে জিতে ব্যাট করতে নামে ভারত।