একুশে পদক পেলেন ১৫ বিশিষ্ট নাগরিক

SHARE

hasina19ভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ একুশে পদক-২০১৫ পেলেন ১৫ জন বিশিষ্ট নাগরিক।  বৃহস্পতিবারর সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেন।

তাদের মধ্যে সাংবাদিকতায় কামাল লোহানী, ভাষা ও সাহিত্যে দ্বিজেন শর্মা ও মুহাম্মদ নুরুল হুদা, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর এবং শিল্পকলায় এস এ আবুল হায়াত, আব্দুর রহমান বয়াতি মরণোত্তর ও এ টি এম শাসুজ্জামান মনোনীত হন।

এ ছাড়া ভাষা আন্দোলনে পিয়ারু সরদার মরণোত্তর, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, শিক্ষায় সনৎ কুমার সাহা, সমাজসেবায় ঝর্না ধারা চৌধুরী, শ্রীমৎ সত্যপ্রিয় মাহাথের, অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী একুশে পদক পান।

এদিকে মুক্তিযুদ্ধ ক্ষেত্রে অধ্যাপক মোঃ মজিবুর রহমান দেবদাসকে এ বছর একুশে পদক দেয়া হয়।