রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া-বৃষ্টি

SHARE

jhorরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড় বইয়ে গেছে। বুধবার রাতে উত্তর-পশ্চিম দিক থেকে শুরু হওয়া এ ঝড়ো হাওয়া বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় বয়ে যাওয়া বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৫০ কিলোমিটার। বৃষ্টি হয়েছে ৩ মিলিমিটারের মতো। কালবৈশাখীর কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বুধবার বিকালে ২ নম্বর সর্তকতা সংকেত জারি করা হয়েছিল।

ঢাকায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে দমকা বাতাস শুরু হয়। কিছুক্ষণ পরই এর সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মেঘের গর্জন ও বিদ্যুৎ চমকানি চলে ভোর পর্যন্ত।

এ ছাড়া রাজধানীর মিরপুর, পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার, বসুন্ধরা এলাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।

দক্ষিণাঞ্চলের যশোর, কুষ্টিয়া ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।