জনপ্রিয় নায়ক হেলাল খানের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ২ ফেব্রুয়ারি দায়ের করা মামলায় হেলাল খানকে গ্রেপ্তার দেখানো হয়।
ওই মামলার সুষ্ঠু তদন্তের জন্য বাড্ডা থানার এসআই আবু জায়েদ মো. নাজমুল নূর তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম সাবরিনা আলী মঙ্গলবার বিকালে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন বাড্ডা থানার এসআই হাবিব। পুরান ঢাকার জনসন রোড থেকে ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে হেলাল খানকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
নায়ক হেলাল খান বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা।